
আব্দুর রাজ্জাক।। আম্র মুকুল মৌ মৌ ঘ্রাাণ /আকুল করে প্রাণ -কবির এ অনুভূতির বাস্তব চিত্র পাওয়া গেল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায়। বসন্তের আগমনের আগাম বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন গাছের পাতা ঝড়ে পড়তে শুরু করেছে। পাতা ঝড়া শেষ হলেই বসন্তের রুপে নানা রঙ্গের ফুল পাতা ঝড়া গাছগুলোকে আবার রাঙিয়ে তুলবে। ফুলের নানা বাহারি রঙ আর মন মাতানো গন্ধে ভরে উঠবে প্রকৃতির চারপাশ। বসন্ত আসছে আসছে ভাব, ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় আম গাছ মুকুলে ভরে গেছে। আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত চার দিক, সে গন্ধের টানে ছুটছে মৌ মাছির দল। আবহাওয়া অনুকূল থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।