
স্টাফ রিপোর্টার ।। আইনশৃঙ্খলা রক্ষা, আসামি তামিল, মাদক উদ্ধার ও সেবাদানে রংপুর রেঞ্জে আবারও সেরা হয়েছে লালমনিরহাট জেলা পুলিশ। ২৩ জুন শনি বার দুপুরে রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম এর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়। চারটি বিষয়ে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয় লালমনিরহাট পুলিশ সুপার সহ জেলার চারজন পুলিশ কর্মকর্তার হাতে।
জানা যায়, এবার সহ ৯বার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ঘোষিত হলেন লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ৪র্থ বার হলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুশান্ত সরকার। তাছাড়া শ্রেষ্ঠ উদ্ধারকারী উপ-পরিদর্শক হিসেবে লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হক এবং মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক হিসেবে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম শ্রেষ্ঠ হয়েছেন। তাদের হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ তুলে দেন রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মজিদ আলী, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম প্রমুখ।
এ অর্জন লালমনিরহাট জেলাবাসীর, এ অর্জন লালমনিরহাট জেলা পুলিশের উল্লেখ করে পুলিশ সুপার এসএম রশিদুল হক লালমনিরহাট জেলাকে অপরাধ মুক্ত একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।