
লাল দর্পণ।। পিএইচ.ডি কোর্সের গবেষণামূলক তথ্য সংগ্রহের জন্য ১০ আগস্ট শুক্রবার লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের ভিডিও সাক্ষাৎকার গৃহীত হয়েছে। “বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১: লালমনিরহাট জেলার ভূমিকা” শীর্ষক পিএইচ.ডি গবেষণার অংশ হিসেবে জেল রোডস্থ দোয়েল গেষ্ট হাউসে এ সাক্ষাৎকার গ্রহণ করেছেন ভারতের রায়গঞ্জ বিশ^বিদ্যালয়ের পিএইচ.ডি গবেষক ও উত্তর বাংলা কলেজের প্রভাষক আবতাবুজ্জামান।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় গবেষণার বিবরণ তুলে ধরেন পিএইচ.ডি গবেষক আবতাবুজ্জামান। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সাবেক সহকারী কমান্ডার লুৎফর রহমান (ছোট), সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু। প্রথম দিনে ভারতের সশস্ত্র গেরিলা প্রশিক্ষণ প্রাপ্ত সদর উপজেলার ২৩ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য গেরিলা প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলে জানা গেছে।