
সোহাগী খাতুন।। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৩০ জুন বুধবার সকল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্ত¡রে আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক এর উপস্থিতিতে এ সার ও বীজ বিতরণ করা হয়।
আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফকরুল আজম জানান, ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপসি জাতের ধানের বীজ ৪ শত জনকে এবং হাইব্রিড বীজ ৩ শত জনকে প্রদান করা হয়। মোট এ ৭ শত কৃষকের মাঝে ২০ কেজি ড্যাপ, ১০ কেজি এম.ও.পি, এবং ২ কেজি হারে বীজ বিতরণ করা হয।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী নুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, আওয়ামী যুবলীগ আদিতমারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও লালমনিরহাট রিপোর্র্টাস ইউনিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।