
লাল দর্পণ।। সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে আজ ২৯ মার্চ সোমবার পালিত হচ্ছে পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত)।
ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ রাতে মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগীর’ মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন।
মুসলমানরা হিজরী বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। বিশ্বাস করা হয় যে, মহিমান্বিত এ রাতে মহান আল্লাহপাক রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন।
ধর্মপ্রাণ মুসল্লীরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।
শবে বরাত উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ মার্চ রোববার পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।