
লাল দর্পণ।। অনুর্ধ-১৭ রংপুর বিভাগ চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দলকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। ১৫ নভেম্বর সোমবার পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে দুপুর আড়াই টায় জেলা ক্রীড়া কার্যালয়ে আয়োজনে এসব ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী প্রদান করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ ফুটবল দলের খেলোয়াড়রা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা ২০২১ সালের অনুর্ধ-১৭ রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়।
১৫ নভেম্বর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রশিক্ষণ-২০২১ এর উদ্বোধনও করা হয়।
প্রশিক্ষণ ও ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও জেলা ক্রীড়া কর্মকর্তা আসাদুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, কালীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান প্রমুখ।