
স্টাফ রিপোর্টার ।। বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও হাতীবান্ধা আলীম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যাপক মোকতার হোসেন ২৪ মে বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লালমনিরহাট শহরের বালাটারীতে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্র সহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকাল ৩ টায় লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে তার প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মরহুমের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধাপেরহাট গ্রামে দ্বিতীয় বার নামাযে জানাজা শেষে লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।