
লাল দর্পণ অনলাইন টেলিভিশন ও নিউজ পেপার (www.ldtvbd.com ও www.ldnewsbd.com) –এর জন্য সকল জেলা ও থানা পর্যায়ে সংবাদদাতা, কিছু সংখ্যক স্টাফ রিপোর্টার, মিডিয়া পার্সন, ক্যামেরা পার্সন, কম্পিউটার অপারেটর ও এম.এল.এস.এস আবশ্যক। ক্যামেরা পার্সন, কম্পিউটার অপারেটর ও এম.এল.এস.এস বাদে বাকী সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বি.এ বা সমমানের হতে হবে। সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) ও জাতীয় পরিচয় পত্রের মূল কপির স্ক্যানচিত্র ldbd.official@gmail.com ই–মেইল আইডি’তে প্রেরণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে ০১৯৭৬৪৫৯৬৩৯ এবং ০১৭১৬৪৫৯৬৩৯ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
আবেদনের সাথে নিচের তথ্যগুলো থাকতে হবে–
১। নাম: (বাংলা ও ইংরেজিতে)
২। পিতার নাম: (বাংলা ও ইংরেজিতে)
৩। মাতার নাম:
৪। স্ত্রী/স্বামীর নাম:
৫। জন্ম তারিখ:
৬। জন্মস্থান:
৭। জাতীয় পরিচয়পত্রের নম্বর:
৮। রক্তের গ্রæপ:
৯। স্থায়ী ঠিকানা: (বাংলা ও ইংরেজিতে)
১০। বর্তমান ঠিকানা: (বাংলা ও ইংরেজিতে)
১১। মোবাইল নম্বর: (নিজের ও পরিবারের অন্য কারো)
১২। ই–মেইল:
১৩। শিক্ষাগত যোগ্যতা:
১৪। অভিজ্ঞতা:
১৫। রাজনৈতিক পরিচয়:
১৬। মামলা সংক্রান্ত তথ্য:
স্বাক্ষর